বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।
এর আগে স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) রাতে সাড়ে ৮টা (বাংলাদেশ সময়: বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা) পর্যন্ত জনস হপকিন্সের করোনা সংক্রান্ত চলমান প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রে ২ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
জনস হপকিন্সের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩২ লাখ ৬২ হাজার ৯২১ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষের করোনা পজিটিভ এসেছে। শনাক্তদের মধ্যে এরই মাঝে ৪৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে মৃতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজারের বেশি বলে জানাচ্ছে জনস হপকিন্স। এসব সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এএ