ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঈদে বাড়ি ফেরায় নিষেধাজ্ঞা ইন্দোনেশিয়ায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
ঈদে বাড়ি ফেরায় নিষেধাজ্ঞা ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়ায় প্রতিবছর লাখ লাখ মানুষ দুই ঈদে শহর ছেড়ে গ্রামের বাড়ি ফিরলেও এবার তারা ফিরতে পারবেন না। প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তারের কারণে এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে কীভাবে মানুষের এই বাড়ি ফেরা আটকানো হবে, সে বিষয়ে স্পষ্টভাবে জানায়নি সরকারের কেউ।

মূলত আসছে ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী বা চাকরির প্রয়োজনে অন্যান্য শহরে বসবাসকারীদের বাড়ি যাওয়ার ফলে মানুষের জমায়েত হতে পারে আর সেখান থেকে এই ভাইরাস ছড়াতে পারে, এই আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেন, পবিত্র ঈদুল ফিতরের সময় মানুষের বাড়ি ফেরার ক্ষেত্রে সব নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি।

কিন্তা এটা বলেছেন, সাম্প্রতিক সরকারি এক জরিপে দেখা গেছে, বেশির ভাগ মানুষ এই ঈদে ঘরে ফিরতে চাইছেন না। এর পরিপ্রেক্ষিতেই লোকজনের চলাচল খর্ব করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে চাকরি হারিয়ে এরইমধ্যে বহু মানুষ রাজধানী জাকার্তা ছেড়ে গ্রামে চলে গেছেন।

এদিকে, স্থানীয় সংবাদ সংস্থা অন্তরা জানিয়েছে, জরিপে দেখা গেছে, শতকরা মাত্র ২৪ শতাংশ মানুষ ঈদে ঘরে ফেরার পরিকল্পনা করছেন।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত হাজারের বেশি মানুষ। এরমধ্যে মারা গেছেন প্রায় ৬১৬ জন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।