ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় আরও ৪৪১৯ জনের মৃত্যুর খবর জানালো যুক্তরাজ্য 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
করোনায় আরও ৪৪১৯ জনের মৃত্যুর খবর জানালো যুক্তরাজ্য 

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের ২৬ হাজারেও অধিক মানুষের মৃত্যু হয়েছে। যা ইউরোপের মধ্যে দ্বিতীয়। যুক্তরাজ্যের উপরে রয়েছে শুধুমাত্র ইতালি। এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ২৬ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। তবে যুক্তরাজ্যের হাসপাতালগুলোর হিসেব অনুযায়ী, এ সংখ্যা ২১ হাজার ৬৭৮ জন।

বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
 
ওই প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ চার হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে।

তবে এ সংখ্যা বৃদ্ধির কারণ রয়েছে। কারণ যুক্তরাজ্যই প্রথম হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিক ও বাসায় মারা যাওয়া সব মৃত্যুর হিসাব করে তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ২ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত যারা মারা গেছেন, সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার মারা যাওয়া চার হাজার ৪১৯ জনের মধ্যে ৩০ শতাংশ হাসপাতালে মারা গেছেন। বাকি ৭০ শতাংশ বাসা ও অন্যান্য স্থানের।
 
এদিকে, ডাউনিং স্ট্রিটে দৈনন্দিন ব্রিফিংয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এ মৃত্যুর সংখ্যাকে ‘হঠাৎ উত্থান’ বলে মনে করেন না।
 
তিনি বলেন, আমরা নতুন পদ্ধতিতে মৃতের সংখ্যা গণনা করছি। যার কারণে সংখ্যা বেড়েছে। হঠাৎ করে মৃত্যু বাড়েনি।
 
বাংলাদেশ সময় ০১৫৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
ডিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।