ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজারের বেশি। এ পর্যন্ত মারা গেছে ১৫৭১ জন।
করোনা ভাইরাস রুখতে দেশটিতে টানা লকডাউন চলছে। তবে কিছু জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে। অনেকে মনে করছেন, লকডাউন শিথিল করার কারণেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করেছে।
এর আগে বিভিন্ন স্থানে লকডাউন শিথিল করায় মদের দোকানে উপচে পড়া ভিড় দেখা গেছে ভারতজুড়ে।
এদিকে টানা লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। ২৫ মার্চ থেকে শুরু হয়েছে এই লকডাউন। তারপর থেকে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ানো হল এই লকডাউনের মেয়াদ। কিন্তু সংক্রমণ কমার কোনও লক্ষণ পাওয়া যাচ্ছে না। বরং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মে ০৫, ২০২০
নিউজ ডেস্ক