প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার (১১ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরিই বলেছেন, করোনা মোকাবিলায় রাজ্য সরকার সবরকম সহযোগিতায় তৈরি। কিন্তু রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করেই কেন্দ্র ‘ডজন ডজন’ নির্দেশিকা পাঠাচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচবার ভিডিও কনফারেন্স হয়ে গেলো। অথচ আপৎকালীন পরিস্থিতিতে রাজ্য আর্থিক সাহায্য চেয়ে ‘এক পয়সাও’ পায়নি!
তবে স্থানীয় সংবাদমাধ্যম কেন্দ্রীয় সূত্রের বরাত দিয়ে বলছে, রাজস্ব ঘাটতি অনুদান হিসেবে প্রথম দফায় যে টাকা কেন্দ্র দিয়েছিল, তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছিল রাজ্য। এরপর রাজস্ব ঘাটতি অনুদানের দ্বিতীয় দফায় এ দিনই রাজ্যগুলোর জন্য টাকা মঞ্জুর করে কেন্দ্র। তাতে পশ্চিমবঙ্গের প্রাপ্য হচ্ছে ৪১৭ কোটি ৭৫ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মে ১২, ২০২০
টিএ