মঙ্গলবার (১৯ মে) যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, জরিপে দেখা গেছে, পুরো এপ্রিল জুড়ে লকডাউন চলার ফলে যুক্তরাজ্যে বেকার ভাতার দাবি তোলা মানুষের সংখ্যা অনেক বেড়েছে।
জাতীয় পরিসংখ্যান বিভাগ (ওএনএস) জানায়, এপ্রিলে নতুন করে ৮ লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষ কর্মহীনতার কারণে বেকার ভাতার দাবি জানিয়েছেন। এর মধ্য দিয়ে এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যে এমন দাবি তোলা মানুষের সংখ্যা প্রায় ২১ লাখ।
ওএনএস আরও জানায়, জানুয়ারি-মার্চ সময়কালে ব্রিটেনে বেকারত্বের হার বেড়ে ৩.৯ শতাংশে গিয়ে দাঁড়ায়।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ১৯, ২০২০
এইচজে