আবার এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। দেশে এ পর্যন্ত চার হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য জানায়, ভারতে মোট আক্রান্ত সংখ্যা হয়েছে এক লাখ ৬৫ হাজার ৭৯৯ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন সাত হাজার ৪৬৬ জন।
তবে আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও। এখন পর্যন্ত দেশটিতে করোনামুক্ত বা সুস্থ হয়েছেন ৭১ হাজার ১০৬ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যায় চীনকেও পেছনে ফেলে দিয়েছে ভারত। এছাড়া আক্রান্ত শনাক্ত সংখ্যায় চীনের প্রায় দ্বিগুণ হয়েছে গেছে ভারতে।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, মে ২৯, ২০২০
টিএ