ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরীক্ষা বন্ধ করলেই দেখা যাবে সংক্রমণ কমছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ১৬, ২০২০
পরীক্ষা বন্ধ করলেই দেখা যাবে সংক্রমণ কমছে: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র। সংক্রমণ আরও বাড়তে পারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের এমন আশঙ্কার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে জনগণকে আশ্বস্ত করতে চাইছেন। এবার তিনি মন্তব্য করেছেন, ‘করোনা ভাইরাস শনাক্ত করার পরীক্ষা বেশি হচ্ছে বলেই সংক্রমণ বাড়ছে। পরীক্ষা বন্ধ করলেই দেখা যাবে সংক্রমণ খুব কম হচ্ছে।’

সোমবার (১৫ জুন) এক টুইটে ট্রাম্প বলেন, ‘অন্য দেশের চেয়ে আমাদের দেশে ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে করোনা পরীক্ষা হচ্ছে (এতে আমরা খুব ভালো কাজ করছি)। এ কারণে অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে।

পরীক্ষা না হলে বা দুর্বল পদ্ধতিতে পরীক্ষা হলে দেখা যেত, এ দেশে সংক্রমিত কোনো রোগীই নেই। করোনা পরীক্ষা হলো দু’দিকে ধার দেওয়া তরবারির, এটি আমাদের খারাপ অবস্থা দেখিয়ে দিচ্ছে কিন্তু এটি থাকা ভালো!’

এদিকে জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগী ২১ লাখ ১৪ হাজার ২৬ জন, যা বিশ্বে সর্বোচ্চ। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ১২৭ জন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।