শনিবার (১৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদ বিবিসির খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান ও প্রতিবেদনের ভিত্তিতে এসব কথা বলেন রুহানি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আজ যদি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই প্রতিবেদন অনুসারে বলি, তাহলে গত ১৫০ দিনে আমাদের দেশের ২৫ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং আগামী মাসগুলোতে আরো ৩০ থেকে ৩৫ মিলিয়ন মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
‘এই একই প্রতিবেদন এ কথাও জানায় যে, গত ১৫০ দিনে আমাদের দেশে করোনায় আক্রান্ত হয়ে যতো মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, আগামী মাসগুলোতে তা দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। ’
রুহানি বলেন, সরকারি হিসেবে ইরানে এখন পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ৪৪০ করোনা শনাক্তের মধ্যে ১৪ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। গত ১৫০ দিনে এ ভাইরাসের কারণে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখের মতো মানুষ। অর্থাৎ, আগামীতে হাসপাতালগুলোতে আরো দ্বিগুণ শয্যার প্রয়োজন হবে।
খবরে বলা হয়, ইরানের মোট জনসংখ্যা ৮ কোটির (৮০ মিলিয়ন) কিছু বেশি। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে করোনার ব্যাপক বিস্তার ঘটেছে। সর্বোচ্চ শনাক্তের দিক দিয়ে এটি বিশ্বের মধ্যে ১১তম অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এইচজে