দক্ষিণ চীন সাগরে মূল অঞ্চলে বেআইনি কাজের বিরুদ্ধে প্রতিরোধের উদ্যোগ নিতে শুরু করেছে চীন।
স্বতন্ত্র এক মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সমুদ্রের পরিবেশগত সুরক্ষা বাড়াতে ও উপকূলীয় তেল অনুসন্ধান, সমুদ্র পরিবহন এবং এ সম্পর্কিত কার্যক্রমসহ মূল অঞ্চলগুলোতে অবৈধ কার্যক্রম দমনে চীন সামুদ্রিক আইন প্রয়োগের সমন্বিত উদ্যোগ নিয়েছে।
চীনের প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও বাস্তু শাসন, পরিবহন মন্ত্রণালয় ও চীনা উপকূলরক্ষী বাহিনী এক যুক্ত বিবৃতিতে আগামী আট মাসব্যাপী ‘নীল সমুদ্র ২০২০’ কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। মার্কিন ম্যাগাজিন ডিপ্লোমেট এ খবর দিয়েছে।
‘ব্লু সি ২০২০’ কর্মসূচি যা ১ এপ্রিল হতে ৩০ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে, সেটি মূলত আটটি ক্ষেত্রে কেন্দ্রীভূত হবে। সেগুলো হলো- সামুদ্রিক প্রকৌশলগত নিমার্ণ, উপকূলীয় তেল অনুসন্ধান, সামুদ্রিক বর্জ ব্যবস্থাপনা, সমুদ্র পরিবহন সম্পর্কিত কার্যকলাপ, সমুদ্রের বালু আহরণ, সুরক্ষিত অঞ্চল ব্যবস্থাপনা, সমুদ্রিক পরিবেশ ও বাস্তুসংস্থান উন্নয়ন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
আরআইএস/নিউজ ডেস্ক