ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোলেমানি হত্যাকাণ্ডের সহযোগী ইরানি চরের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
সোলেমানি হত্যাকাণ্ডের সহযোগী ইরানি চরের ফাঁসি কার্যকর ইরানের রেভল্যুশনারি গার্ড কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলেমানি। ছবি: সংগৃহীত

ইরানের রেভল্যুশনারি গার্ড কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলেমানি হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে তথ্য দিয়ে সহযোগিতা করার অপরাধে ইরানি এক গুপ্তচরের ফাঁসি কার্যকর হয়েছে।

সোমবার (২০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, মাহমুদ মৌসাভি মাজদ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

জুন মাসে ইরানের বিচার বিভাগ জানায়, মাজদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেনারেল সোলেমানি এবং কুদস ফোর্সের বিভিন্ন তথ্য চুরি করে সিআইএ এবং মোসাদের কাছে ফাঁস করেছেন। বিনিময়ে তিনি বড় অংকের অর্থ পেয়েছিলেন।

চলতি বছরের জানুয়ারি মাসে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় সোলেমানি নিহত হন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।