যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের ক্যাম্পেইন র্যালিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে নারী প্রেসিডেন্ট হলে তিনি সমর্থন দেবেন, তবে তার মেয়ে এবং হোয়াইট হাউসের ঊর্ধ্বতন উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প এ পদের জন্য ভালো প্রার্থী হবেন।
শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
শুক্রবার (২৮ আগস্ট) রিপাবলিকান ক্যাম্পেইন র্যালিতে ট্রাম্প বলেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট হওয়ার ‘যোগ্য নয়’।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয়-জামাইকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ নারী কমলা হ্যারিস।
র্যালিতে ট্রাম্প আরও বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে প্রথম নারী প্রেসিডেন্টও দেখতে চাই, কিন্তু তিনি (হ্যারিস) যেভাবে ওই পদে যেতে চাচ্ছেন সেভাবে কোনো নারীকে প্রেসিডেন্ট হতে দেখতে চাই না আমি, এবং তিনি যোগ্য নন। ’
এসময় ট্রাম্পের অনেক সমর্থক তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের নাম ধরে চিৎকার করে ওঠেন।
তখন সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তারা সবাই বলছে, আমরা ইভাঙ্কাকে চাই। আমি তাদের দোষ দেই না। ’
প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে অনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর এটি তার প্রথম র্যালি ছিল।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এফএম