দীর্ঘ ১৮ বছর পর জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার সীমান্তবর্তী এলাকার জমিতে চাষাবাদের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য শিখের খবরে বলা হয়, সম্প্রতি কাঠুয়ার ডেপুটি কমিশনার, বিএসএফের কর্মকর্তা ওপি ভগত, প্রধান প্রশাসনিক কর্মকর্তা, কৃষি বিভাগ ও পঞ্চায়েত প্রতিনিধির উপস্থিতিতে বিওপি মানয়ারিতে একটি সভা অনুষ্ঠিত হয়।
বিশেষত ওই এলাকার জমিগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে মূল্যায়নের জন্যই এ সভাটির আয়োজন করা হয়।
সভায় চাষাবাদের জন্য প্রস্তুতি, জমি নির্ধারণ এবং এসব জমিতে চাষের ক্ষেত্রে বাধাবিপত্তি সম্পর্কে আলোচনা হয়।
চাষের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বৈঠকে যারা অংশ নিয়েছেন তারা সীমান্তের জমিগুলো চাষের উপযুক্ত কি-না তা দেখে আসেন।
বিএসএফ কর্মকর্তা ওপি ভগত চাষিদের এসব জমিতে দ্রুত চাষাবাদ শুরুর বিষয়ে আশ্বস্ত করেন।
তিনি বলেন, সরকার চাষাবাদের জন্য কৃষকদের সরঞ্জাম থেকে শুরু করে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। চাষের জন্য দেওয়া হবে ট্রাক্টরও। এর পাশাপাশি সীমান্তরক্ষা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করবে।
সভায় মারহিন ব্লকের চেয়ারম্যান করণ কুমার এবং সীমান্ত এলাকার বাসিন্দা অশোক কুমার উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৮ বছর পর সীমান্তবর্তী এসব জমি চাষাবাদে নেওয়া সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এইচএডি/