ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্পে নিহত ৪, আহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
তুরস্কে ভূমিকম্পে নিহত ৪, আহত ১২০ ...

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২০ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) এজিয়ান সাগরের উপকূলে তুরস্কের ইজমির প্রদেশে হওয়া ভূমিকম্পে হতাহতের এ ঘটনা ঘটে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা টুইটারে লেখেন, ভূমিকম্পের ঘটনায় ইজমির প্রদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২০ জন। আর এ শহরের মানুষ ভয়ে রাস্তায় চলে এসেছে।

ইজমিরের মেয়রের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়, ভূমিকম্পে অন্তত ২০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভে (ইউজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তুরস্কের ইজমির প্রদেশ। এটি গ্রিসের এথেন্স এবং তুরস্কের ইস্তাম্বুলেও অনুভূত হয়েছে।

গ্রিস এবং তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ঘটে অসংখ্য প্রাণহানির ঘটনাও।

আরও পড়ুন>> ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।