এবার ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে একটি গির্জার যাজককে গুলি করা হয়েছে। আহত যাজকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ওই যাজক গির্জার কাছাকাছি আসার পর হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি করে। আহত ওই যাজককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গির্জাটি গ্রিক অর্থোডক্স। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ।
যেসব জায়গায় ভিড় বেশি সেখানে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এমনকি উপাসনালয় ও স্কুলের নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে। বাস্তবে তেমনটাই হয়েছে। তারপরও কীভাবে এমন হামলার ঘটনা ঘটল, তার উত্তর দেশটির পুলিশের কাছে নেই।
এর আগে, নিস শহরে নটরডেম গির্জার বাইরে তিন জনকে গলা কেটে হত্যা করা হয়। হামলার পরপরই গোটা ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। এছাড়া, ওই ঘটনায় করণীয় নিয়ে জরুরি বৈঠকও ডেকেছিল ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এনটি