রাসুল (সা.) এর কার্টুন প্রকাশ এবং ইসলাম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাকিস্তানের জামায়াতে ইসলামী।
পাকিস্তান জামায়াতের এ কর্মসূচির নেতৃত্ব দেন দলটির করাচির প্রধান হাফিজ নাইম-উর-রহমান।
বিক্ষোভ মিছিল থেকে তারা ফ্রান্সের সব ধরনের পণ্য বয়কটের আহ্বান জানান। মিছিলে ফ্রান্সের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিবাদ ও রাসুলের (সা.) কার্টুন প্রকাশের নিন্দা জানিয়ে দেওয়া হয় স্লোগান।
মিছিলে ফ্রান্সকে ‘ইসলামের শত্রু’ হিসেবে অভিহিত করে স্লোগান দেওয়ার পাশাপাশি রাসুলের (সা.) বিরুদ্ধে যেকোনো ধরনের অবজ্ঞার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়। স্লোগান দেওয়া ইউরোপীয় অন্য দেশগুলোর বিরুদ্ধেও।
বিক্ষোভ মিছিলে হাফিজ নাইম বলেন, এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে, মুসলিম বিশ্বের শাসকরা ফ্রান্স ও ইউরোপের নিন্দা করার সাহস করতে পারেন না।
ফ্রান্সে হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রকাশ এবং দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্যে ফুঁসছে মুসিলম বিশ্ব। দেশটির ইসলামের প্রতি এমন নিন্দনীয় আচরণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এইচএডি