ঢাকা: মার্কিন সাম্রাজ্যবাদী নীতির প্রতি ঘৃণা প্রকাশ করে ইরানের জাতীয় সংসদে ‘আমেরিকা ধ্বংস হোক’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) ইসলামি প্রজাতন্ত্র ইরানে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস পালন করা হবে।
অধিবেশনে ডেপুটি স্পিকার আমির হোসেন কাজিযাদেহ হাশেমি বলেন, ফার্সি ১৩ অবন হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকার পরাজয়ের দিন। ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদী আমেরিকার শত্রুতা ও বিদ্বেষের নীতিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট বা রিপাবলিকান যে প্রার্থীই জিতুক মৌলিক কোনো পার্থক্য নেই। ইরানিরা এটা ভালো করেই জানে যে, বিভিন্ন জাতি বিশেষ করে ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকা যে নীতি অনুসরণ করছে তাতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না।
উল্লেখ্য, ইরানে মঙ্গলবার সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী পালন করা হবে। ১৯৭৯ সালের ফার্সি ১৩ অবন (৩ নভেম্বর) তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস নিয়ন্ত্রণে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল বিপ্লবী ছাত্র।
মার্কিন দূতাবাস থেকে বিপ্লব বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে এটা নিশ্চিত হওয়ার পর এ পদক্ষেপ নেন তারা। দূতাবাস থেকে তারা গুপ্তচরবৃত্তির বিপুল সনদও উদ্ধার করেন।
বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এনটি