ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেন সীমান্তে হাজারও সেনা পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
ইউক্রেন সীমান্তে হাজারও সেনা পাঠাচ্ছে রাশিয়া

ইউক্রেন সীমান্তে আরও কয়েক হাজার সৈন্য পাঠাচ্ছে রাশিয়া, যা চলমান সংকট আরও বাড়িয়ে দিতে পারে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ বিষয়ে সতর্ক করে বলেছিলেন, পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে উঠেছে।

ব্রিটিশ কর্মকর্তারা ধারণা করছেন, কমপক্ষে ১৪টি রাশিয়ান ব্যাটালিয়ন ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ব্যাটালিয়নে প্রায় ৮০০ জন সৈন্য রয়েছেন। এর মাধ্যমে ১০০টি ব্যাটালিয়ন সীমান্তে আক্রমণ করতে সক্ষম বলে বিশ্বাস করা হচ্ছে।

মন্ত্রীরা মনে করেন, রুশ প্রেসিডেন্ট এখনও ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নেননি।

তবে ইউক্রেন সীমান্তে দেড় লাখের বেশি সৈন্য জড়ো করার বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে সভাপতিত্ব করার জন্য মঙ্গলবার কুমব্রিয়া ভ্রমণ সংক্ষিপ্ত করতে হয়েছিল বরিস জনসনকে।

এর আগে সোমবার রাতে প্রধানমন্ত্রী জো বাইডেনের সঙ্গে কথা বলেন তিনি। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মতে, তারা ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিছু হটার জন্য এখনও সময় আছে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ