ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

সৈন্য সরিয়ে উত্তেজনা কমাতে চাইছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
সৈন্য সরিয়ে উত্তেজনা কমাতে চাইছে রাশিয়া!

ইউক্রেন সীমান্তে সামরিক জেলাগুলোতে মহড়া শেষ করার পর ঘাঁটিতে ফিরে এসেছে কিছু রুশ সৈন্য।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এটি এমন একটি পদক্ষেপ যা মস্কো এবং পশ্চিমাদের মধ্যে উত্তেজনা হ্রাস করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ।

জার্মান চ্যান্সেলর জানান, পশ্চিমারা রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনার জন্য উন্মুক্ত থাকবে, এই বার্তাটি তিনি ফিরিয়ে আনবেন। এ সময় রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তারা নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে সতর্ক করতেও ভোলেননি তিনি।

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সৈন্য মোতায়েন রেখেছে প্রতিবেশী রাশিয়া।

এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ