ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আহ্বান জেলেনস্কির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
যুদ্ধবিরতির আহ্বান জেলেনস্কির জেলেনস্কি

উত্তেজনার শুরু থেকেই যুদ্ধের বিপরীতে ঐক্যের পক্ষে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে শেষ রক্ষা হয়নি।

দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া।  

হামলার দ্বিতীয় দিনের ভোরের আলো ফুটতেই একের পর এক হামলায় কেঁপে উঠছে ইউক্রেনের সীমান্ত এলাকাগুলো। এই অবস্থায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

শুক্রবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘আমরা নিজেরাই ইউক্রেনকে রক্ষা করছি’ উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমের মিত্রদের রুশ হামলা থামাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি জানিয়েছে, জেলেনস্কি বলেছেন পশ্চিমের দেশগুলো মস্কোর ওপর যে অবরোধ দিচ্ছে তা যথেষ্ট নয়।

তিনি বলেন, কোনো দেশ পাশে নেই। বিশ্ব এখনো দূর থেকে দেখছে ইউক্রেনে কী ঘটছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।