ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র নিয়ে রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
পারমাণবিক অস্ত্র নিয়ে রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি  রুশ পারমাণবিক অস্ত্রবাহী সামরিক যান

ইউক্রেনে সামরিক অভিযানের মধ্যেই রুশ পারমাণবিক অস্ত্র বিশেষ সতর্ক অবস্থায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান যুদ্ধের চতুর্থ দিন রোববার (২৭ ফেব্রুয়ারি) এ নির্দেশনা দেন তিনি।

তবে রাশিয়া পারমাণবিক অস্ত্র সম্পর্কিত কিছু ঘটালে পশ্চিমাদের দিক থেকেও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।   

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, তার পারমাণবিক বাহিনী উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে। এর মাধ্যমে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, তার একটি প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এবং একইসঙ্গে এটি ইউক্রেনে সংগঠিত বাজে পরিস্থিত থেকে বিভ্রান্ত করার চেষ্টাও বটে।

বেন ওয়ালেস বিবিসি ব্রেকফাস্টকে বলেন, পুতিনের কর্মকাণ্ডের নিন্দা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তিনি এই সত্যটি ভুলে যেতে পারবেন না যে, এই মুহূর্তে তার একমাত্র সেরা বন্ধু বেলারুশের প্রেসিডেন্ট বলেই মনে হচ্ছে... তাকে অবশ্যই বুঝতে হবে, তিনি অবশ্যই এখানে ইতিহাসের ভুল পক্ষকে সমর্থন করছেন’।

যুক্তরাজ্য রাশিয়ার পারমাণবিক ভঙ্গিতে পরিবর্তনের মতো কিছু দেখছে না বলেও জানান বেন ওয়ালেস।  

তিনি বলেছেন, ব্রিটেনও একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং পুতিন জেনে রাখবেন যে, পারমানবিক অস্ত্র সম্পর্কিত কিছু ঘটলে পশ্চিমাদের দিক থেকেও সমপরিমাণ কিংবা কঠোর জবাব মিলবে।

বেন ওয়ালেস বলেন, পারমাণবিক পরিস্থিতি উসকে দিতে যুক্তরাজ্য কিছু করবে না। তবে ‘এটি একটি বাক-যুদ্ধ এবং এটি যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে’।

দ্রুত ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চান জেলেনস্কি 
রাশিয়ার চলমান আগ্রাসনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।   

ইউক্রেন সীমান্তে লাখের বেশি রুশ সৈনা মোতায়েনের পর থেকেই বলা হচ্ছিল যে, ন্যাটো সামরিক জোট ও ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় ইউক্রেন। কিন্তু এতদিন এ বিষয়ে সরাসরি জোট দুটিতে যোগদানের বিষয়ে আহ্বান জানাননি জেলেনস্কি। রুশ আগ্রাসন শুরুর পঞ্চম দিনে তিনি নিজের সেই ইচ্ছার কথা প্রকাশ্যে আনলেন।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘যত দ্রুত সম্ভব’ সদস্যপদ দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।  

তিনি বলেন, ইউরোপীয়দের সঙ্গে একত্রিত হওয়াই আমাদের লক্ষ্য, যাতে করে একত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া যায়। এই ন্যায্য দাবি নিশ্চিতভাবে মেনে নেওয়া সম্ভব।  

পঞ্চম দিনের যুদ্ধের মধ্যে শান্তি আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল। এ তথ্য জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা।  

২ মার্চের মধ্যে অভিযান শেষ করার নির্দেশ
ইউক্রেনে চলমান অভিযান বিজয়ের মাধ্যমে আগামী ২ মার্চের মধ্যে শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দিয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ আল-জাজিরা দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।  

আন্দ্রেই ফেদোরভ বলেন, ইউক্রেন অভিযানে আগামী কয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ। ভ্লাদিমির পুতিনের প্রাথমিক নির্দেশ ছিল ২ মার্চের মধ্যে বিজয়ের মাধ্যমে সামরিক অভিযান শেষ করার।  

ফেদোরভ বলেন, মস্কো তার প্রতিবেশীর ওপর পূর্ণ মাত্রায় আক্রমণ চালিয়ে যাওয়ার কারণে তিনি দুই দেশের মধ্যে আলোচনার বিষয়ে আশাবাদী। পূর্বশর্ত ছাড়াই আলোচনা হওয়া উচিত। আমি কিয়েভে আমার বন্ধুদের অবস্থান এবং ইউক্রেনের নেতৃত্বের কথা জানি। তারা পূর্ব শর্ত ছাড়া শান্তি আলোচনায় বসতে প্রস্তুত।  

আরও পড়ুন: পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ পুতিনের

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।