ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেনের ১১৪৬ স্থাপনায় হামলার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মার্চ ১, ২০২২
ইউক্রেনের ১১৪৬ স্থাপনায় হামলার দাবি রাশিয়ার

রুশ সেনাবাহিনী দাবি করেছে তারা ইউক্রেনে ১ হাজার ১৪৬টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

সোমবার (১ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগো কোনাশেনকভ এই দাবি করেছেন।

এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে সিএনএনের পক্ষ থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মুখপাত্র জানান, আঘাত হানা লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ৩১টি কমান্ড পোস্ট ও কমিউনিকেশন সেন্টার, ৮১টি এস-৩০০, বাক এম-১ ও ওসা অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ৭৫টি রাডার স্টেশন। রুশ বিমানবাহিনী ইউক্রেনের সাঁজোয়া যানের ছয়টি কলামে হামলা চালিয়েছে।

এছাড়া ৩১১টি ট্যাংক ও যুদ্ধযান, ৪২টি উড়োজাহাজ ও হেলিকপ্টার, ৫১টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ১৪৭টি কামান ও মর্টার এবং ২৬৩ ইউনিট বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে।

ইগো কোনাশেনকভ জানান, রুশ সেনারা পূর্ব ইউক্রেনের মস্কোপন্থী অঞ্চলে আরও অগ্রসর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১০ জন ইউক্রেনীয় সেনা স্বেচ্ছায় তাদের অস্ত্র আত্মসমর্পণ করেছে।

বিবৃতিতে রুশ সেনাদের হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।