ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের এত শিক্ষার্থী কেন প্রতিবছর ইউক্রেনে পড়তে যায়!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ১, ২০২২
ভারতের এত শিক্ষার্থী কেন প্রতিবছর ইউক্রেনে পড়তে যায়!

রাশিয়া অভিযান চালানোয় ভেঙে পড়েছে ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা। আতঙ্কে ইউক্রেন ছাড়ছেন সেখানে আটকে পড়া বিদেশিরা।

এদের একটা বড় অংশ ভারতীয় শিক্ষার্থী যাদের প্রায় সবাই ইউক্রেনে ডাক্তারি পড়ছেন। খবর জি২৪ঘণ্টা।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি সেনা ও নিরাপত্তারক্ষীদের হাতে হেনস্থা ও নির্যাতনের শিকার হয়েছেন ভারতীয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই হেনস্থায়  উদ্বেগ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। জানা গেছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানতে চেয়েছেন কেন ভারতীয় এত শিক্ষার্থী প্রতিবছর ইউক্রেনে পড়তে যায়?  

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর ভারতের শিক্ষার্থীদের একটা বড় অংশ ইউক্রেনমুখী হন। কারণ ইউক্রেনে মেডিক্যাল পড়াশোনায় যেসব সুবিধা রযেছে-

•    ভারতের প্রাইভেট মেডিক্যাল কলেজগুলোর থেকে ইউক্রেনে মেডিক্যাল পড়ার খরচ অনেকটাই কম
•    সেখানে মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতাও অনেক কম
•    ইউক্রেন থেকে মেডিক্যালের চিকিৎসকরা ভারতসহ সারা বিশ্বের সর্বত্রই স্বীকৃত।  

ফলে অনেকটাই নিশ্চিত জীবন ও উন্নত পড়াশোনার জন্য অনেকেরই মেডিক্যালে পড়ার জন্য প্রথম পছন্দ ইউক্রেন।   

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টা ৫৫ মিনিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। তারা পাশের তিনটি দেশে শরণার্থী হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।