ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ট্রোলের শিকার হয়ে ইনস্টাগ্রাম ছাড়লেন ‘পুতিন কন্যা’ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
ট্রোলের শিকার হয়ে ইনস্টাগ্রাম ছাড়লেন ‘পুতিন কন্যা’ 

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে অনলাইনে চরম ট্রোলের পরে ভ্লাদিমির পুতিনের ‘গোপন কন্যা’ লুইজা রোজোভা হঠাৎ তার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছেন।

সেন্ট পিটার্সবার্গের ১৮ বছর বয়সী এই শিক্ষার্থী ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট মুছে দিয়েছেন।

অনেকের দাবি, ট্রোলের শিকার হয়েই নিজের অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন তিনি।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকেই ট্রোলের শিকার হচ্ছিলেন লুইজা।

ইনস্টাগ্রামে তার শেষ পোস্টটি ছিল প্রায় পাঁচ মাস আগের, ২০২১ সালের অক্টোবরে। লুইজার শেষ পোস্টের নিচে একের পর এক বিষাক্ত মন্তব্য এসেছে। একজন লিখেন, ‘আপনি কি বাঙ্কারে লুকিয়ে আছেন, ইঁদুরের মতো?’ যদিও অ্যাকাউন্টটি এখন আর দেখা যাচ্ছে না।

লুইজার পিতৃপরিচয় নিয়ে জল্পনা থাকলেও তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তার মা শ্বেতলানা ক্রিভোনোগিখ (৪৫)।

রাশিয়ার অন্যতম ধনী এই নারীর সঙ্গে পুতিনের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বলে জল্পনা রয়েছে। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাননি পুতিন। মায়ের মতো মুখে কুলুপ এঁটেছেন লুইজাও।

অনলাইনে বেশ সক্রিয় ছিলেন লুইজা। প্রায় ছবি পোস্ট করতেন। কখনো তাকে দেখা গেছে, ক্যাফেতে সময় কাটাচ্ছেন। কখনো বা ঘুরে বেড়াচ্ছেন প্যারিসে। অনেক সময় নিজের ফ্যাশন লেবেলের কাজ নিয়ে ব্যস্ত। ডিজে হিসেবেও চুটিয়ে উপভোগ করতে দেখা গেছে তাকে।

সূত্র: মিরর, ডেইলি স্টার

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।