ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পালিয়েছে ১৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পালিয়েছে ১৩ লাখ ফাইল ছবি।

রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর সে দেশ থেকে প্রায় ১৩ লাখ ৩০ হাজার লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

পোলিশ সীমান্ত রক্ষী কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

বুধবার (০৯ মার্চ) তারা জানায়, যারা পোল্যান্ডে এসেছে তাদের মধ্যে ৯৩ শতাংশ ইউক্রেনীয় নাগরিক, ১ শতাংশ পোলিশ এবং ৬ শতাংশ লোক পৃথিবীর প্রায় ১০০টি দেশ থেকে আসা।

এতে বলা হয়, শুধু বুধবার সকালেই সাড়ে ৩৩ হাজার লোক ইউক্রেন সীমান্ত পার হয়ে পোল্যান্ডে ঢুকেছে।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয় ২৪ ফেব্রুয়ারি। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।