ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুক ‘উগ্রপন্থি’, ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
ফেসবুক ‘উগ্রপন্থি’, ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া

ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে একটি উগ্রপন্থি সংস্থা হিসেবে ঘোষণা এবং রাশিয়ায় এর কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দফতর। খবর বিবিসির।

এর আগে মেটা জানিয়েছিল, তারা সহিংস বক্তব্যের ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনছে, যাতে কিছু দেশের মানুষজনকে রুশ বাহিনীর প্রতি সহিংস মনোভাব প্রকাশের সুযোগ দেওয়া যায়। তবে তা রুশ বেসামরিক জনগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

রাশিয়া আরও নিশ্চিত করেছে যে, তারা রাশিয়ায় ইনস্টাগ্রামে ঢোকার ওপরও বিধিনেষেধ আরোপ করেছে।

এর আগে রাশিয়ায় ফেসবুক ও টুইটার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকারি গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। চলমান ইউক্রেন আগ্রাসন নিয়ে এসব সামাজিক যোগাযোগমাধ্যম তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। এরই জের ধরে ফেসবুক ও টুইটার নিষিদ্ধ করে দেশটি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।