ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

আন্তর্জাতিক চাপের পরও ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ৭, ২০২২
আন্তর্জাতিক চাপের পরও ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক চাপ থাকার পরও দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের শপথ গ্রহণের মাত্র তিনদিন আগে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

শনিবার (৭ মে) সকালে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন ও আল জাজিরা

জানা গেছে, আজ উত্তর কোরিয়া পূর্ব উপকূলীয় সমুদ্রে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে, সিনপোর আশপাশের এলাকা থেকে নিক্ষিপ্ত মিসাইলটি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম)।

উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি শনাক্ত করেছে প্রতিবেশী দেশ জাপানও। শনিবার এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত বুধবার নিজেদের পূর্ব উপকূলীয় সমুদ্রে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটির উড্ডয়ন পরিসীমা ও উচ্চতাসহ অন্যান্য বিবরণ সে সময় পাওয়া যায়নি।

উত্তর কোরিয়ার মতো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ কীভাবে একের পর এক এমন পরীক্ষা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে। একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ।

এদিকে দায়িত্ব নেওয়ার আগেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন দক্ষিণের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিন আগে কিম জং উনের শক্তি প্রদর্শনের এ পরীক্ষা দক্ষিণের ওপর অনেকটাই চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।