ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

খাবার না দেওয়ার স্ত্রীকে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ১৯, ২০২২
খাবার না দেওয়ার স্ত্রীকে হত্যা! প্রতীকী ছবি

স্ত্রীকে খাবার দিতে বলেছিলেন স্বামী। কিন্তু স্ত্রী অস্বীকার করায় শুরু হয় বচসা।

এরপর রাগের বশে স্ত্রীকে হত্যা করেন ওই স্বামী। তবে ওই ব্যক্তি এতটাই মদ্যপ ছিলে যে তিনি বুঝতেই পারেননি স্ত্রীকে হত্যা করেছেন। নেশা কাটতেই ঘুম ভেঙে দেখেন স্ত্রীর মরদেহের পাশে শুয়ে আছেন তিনি।  

এ ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। স্থানীয় পুলিশ শনিবার (১৮ জুন) এ তথ্য জানিয়েছেন।  

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,  শুক্রবার দিল্লির সুলতানপুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর স্বামী পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।  

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দম্পতি বৃহস্পতিবার (১৬ জুন ) রাতে একসঙ্গে মদ পানের পরিকল্পনা করেন। মদ্যপ অবস্থাতেই তাদের মধ্যে বচসা হয়। পরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন স্বামী বিনোদ কুমার দুবে। সকালে হুঁশ ফেরার পর ৪০ হাজার রুপি নিয়ে পালিয়ে যান  তিনি ।  

শুক্রবার সকালে পুলিশ জানতে পারে বিনোদ কুমার দুবে তার স্ত্রীকে মারধর করেছেন। আর এ ঘটনার পর তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। এ খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।  

পুলিশের কাছে বিনোদ কুমার দুবে জানিয়েছেন, বালিশ চাপা দিয়ে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন।  

পুলিশ জানায়, ২০০৮ সালে বিনোদ কুমার দুবে তার স্ত্রী সোনালিকে বিয়ে করেন।  

সূত্র: এনডিটিভি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।