ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় গোলাগুলি: বন্দুকধারীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
কানাডায় গোলাগুলি: বন্দুকধারীসহ নিহত ৩

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গোলাগুলির ঘটনায় বন্দুকধারীসহ ৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বন্দুকধারী।

পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) ভোরে সিরিজ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিনজন নিহত হন।

ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলী ল্যাংলি শহরে সোমবার মধ্যরাতে গোলাগুলি শুরু হয় বলে জানায় পুলিশ। এক ব্যক্তি এ বন্দুক হামলা চালায়। গোলাগুলির পর দুজন পুরুষের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় আরও দুজন আহত হন। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন।

বন্দুকধারীকে আহত অবস্থায় শনাক্তের পর ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে পুলিশ।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিন্টেনডেন্ট গালিব ভায়ানি জানিয়েছেন, তারা ঘটনার তদন্ত করছেন। বন্দুকধারী একা ছিল কিনা, সে বিষয়ে তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত অন্য কেউ এ হামলায় জড়িত ছিল না বলে ধরে নেওয়া যাচ্ছে। জনগণের দিকে কোনো হুমকি নেই।

ভ্যানকুভার থেকে ২৫ মাইল পূর্বে অবস্থিত আরেকটি শহরেও গোলাগুলির ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহত হননি। সব মিলিয়ে মোট পাঁচটি স্থানে বন্দুকধারীরা হামলা চালায়। জনগণের নিরাপত্তায় সবগুলো এলাকা থেকেই জনসাধারণকে দূরে থাকতে নির্দেশনা দেয় পুলিশ।

বাংলাদেশ সময় : ১০৩০ ঘণ্টা, ২৬ জুলাই, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।