ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দোতলা বাড়ি টপকে আছড়ে পড়ল ঢেউ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
দোতলা বাড়ি টপকে আছড়ে পড়ল ঢেউ!

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের একটি দোতলা বাড়ি টপকে বিশাল ঢেউ আছড়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢেউটি ২০ ফুট উঁচু ছিল।

এমন ভয়ানক ঢেউ আগে কখনও দেখেননি বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়া বিজ্ঞানী ক্রিস ব্রেঞ্চলে জানিয়েছেন, ২০ ফুট উঁচু ঢেউ খুবই কম দেখা যায়। সাধারণত প্রচণ্ড বায়ু প্রবাহের কারণে এমন ঢেউ সৃষ্টি হতে পারে। অন্যান্য কারণেও এটি হতে পারে।

কয়েক দশক পর এমন উঁচু ঢেউ দেখা গেছে বলেও তিনি জানান।

সারা অ্যাকারম্যান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, এমন ঢেউ দেখে তিনি অবাক হয়েছেন। এত বড় একটি ঘটনা দেখে তিনি রোমাঞ্চ অনুভব করছেন বলেও জানান।

ভিডিওটি দেখুন-

বাংলাদেশ সময় : ১০৫৩ ঘণ্টা, ২৬ জুলাই, ২০২২ এমজে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।