ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি-আমিরাতের কাছে ৫০০ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে সম্মত যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
সৌদি-আমিরাতের কাছে ৫০০ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে সম্মত যুক্তরাষ্ট্র 

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ৫০০ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ( ০২ আগস্ট) দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি সৌদি আরবে সফরে যান এবং সেখানে দুই দেশের নেতাদের সঙ্গে সাক্ষাতের দুই সপ্তাহ পর অস্ত্র বিক্রির এই অনুমোদন ঘোষণা করল ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০৫ কোটি ডলার ব্যয়ে ৩০০টি প্যাট্রিয়ট এমআইএম-১০৪ই মিসাইল সিস্টেম কিনবে সৌদি আরব। এই মিসাইল সিস্টেমের মাধ্যমে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যাবে।

একইসঙ্গে শত্রুপক্ষের আক্রমণকারী যুদ্ধবিমানও  ভূপাতিত করতে পারে এই মিসাইল সিস্টেমটি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হুতি বিদ্রোহীদের আন্তঃসীমান্ত মানবহীন বিমান ব্যবস্থার মাধ্যমে হামলার শিকার হওয়ার হুমকিতে রয়েছে সৌদি আরব। আর তাই সৌদি আরবের বেসামরিক বিভিন্ন স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রুখতে এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহৃত হবে।

 এদিকে সংযুক্ত আরব আমিরাতও ২২৫ কোটি মার্কিন ডলারের থা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কিনবে যুক্তরাষ্ট্র থেকে।  
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়,  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের সক্ষমতা বৃদ্ধি করবে এবং মার্কিন বাহিনীর ওপর নির্ভরতা কমিয়ে দেবে।

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রের এই অস্ত্র চুক্তি এখনও চূড়ান্ত হয়নি । যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদন পেলে এটি চূড়ান্ত হবে বলে জানা গেছে।  

সূত্র: আনাদোলু এজেন্সি 

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।