ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ডিসেম্বরে ড. অ্যান্থনি ফাউসির পদত্যাগ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
ডিসেম্বরে ড. অ্যান্থনি ফাউসির পদত্যাগ!

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) প্রধান পদ থেকে দেশটির পদত্যাগ করতে যাচ্ছেন মহামারি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টার পদ থেকেও পদত্যাগ করবেন।

মঙ্গলবার (২৩ আগস্ট)  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, চলতি বছর ডিসেম্বরে উভয় পদ থেকে পদত্যাগ করবেন ফাউসি।

পদত্যাগের কথা জানিয়ে এক বিবৃতিতে মার্কিন এ রোগ বিশেষজ্ঞ বলেন, এনআইএআইডির নেতৃত্ব দেওয়া আজীবন সম্মানের বিষয়।

৮১ বছর বয়সী ফাউসি গত ৩৮ বছর ধরে এনআইএআইডির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় অনুসরণ করতে এ ডিসেম্বরে সরকারি পদ থেকে সরে যাবেন তিনি। তিনি বলেন, ইস্তফা দিলেও আমি অবসর নিচ্ছি না।

প্রেসিডেন্ট জো বাইডেন (সোমবার ২২ আগস্ট) এক বিবৃতিতে, সরকার ও জনগণকে সেবা দেওয়ার জন্য ফাউসিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তার (ফাউসির) কারণে যুক্তরাষ্ট্র এখন শক্তিশালী, আরও স্থিতিশীল এবং স্বাস্থ্যকর।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির সময় যুক্তরাষ্ট্রে এ রোগ মোকাবিলায় দেশের প্রধান মুখ হয়ে ওঠেন ড. অ্যান্থনি ফাউসি। গত জুলাইয়েও তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে তিনি অবসরে যাবেন। কিন্তু তার আগে সরকারি দায়িত্ব থেকেই সরে যাচ্ছেন মহামারি ও সংক্রামক রোগ সম্পর্কিত এ বিশেষজ্ঞ।

এক নজরে ফাউসি-
লিন্ডন জনসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ১৯৬৮ সালে ফাউসি জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগ দেন।
১৯৮৪ সালে এইডস মহামারি ছড়িয়ে পড়লে এনআইএআইডি, সংক্রামক জাতীয় রোগ শাখার পরিচালক নিযুক্ত হন তিনি।
রোনাল্ড রিগান থেকে জো বাইডেন পর্যন্ত সাত মার্কিন প্রেসিডেন্টের অধীনে কাজ করেছেন ড. অ্যান্থনি ফাউসি।
তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাতদের বিখ্যাত চিকিৎসকদের মধ্যে অন্যতম।

বাংলাদেশ সময় : ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।