ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত অন্তত ৩০

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ঝুলন্ত সেতু ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা কয়েক ডজন।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যের মরবি শহরের মাছু নদীর ওপর নির্মিত সেতুটি ধ্বসে হতাহতের এ ঘটনাটি ঘটে।

রাজ্য পরিচালিত একটি হাসপাতালের জ্যেষ্ঠ প্রশাসক অমিত ঝালা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে ৩০ জন প্রাণ হারিয়েছে। অনেককে নদী থেকে উদ্ধার করা হয়েছে। অনেকেই নিখোঁজ রয়েছে।

ঘটনার সময় সেতুটিতে অন্তত চার শতাধিক মানুষ ছিলেন বলে জানিয়েছে স্থানীয় টিভি চ্যানেল জি নিউজ।

সম্প্রচার মাধ্যমটির একটি ফুটেজে দেখা গেছে, কয়েক ডজন লোক ধসে পড়া ব্রিজের তারে আটকে পড়ে ঝুলছেন। জরুরি দলগুলো তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের সফরে গুজরাটে অবস্থান করছেন। এর মধ্যেই ঘটনাটি ঘটলো। খবরে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে মোদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্ধার অভিযানে সব জরুরি দলগুলোকে এক জায়গায় নিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

২৩০ মিটার সেতুটি ১৯ শতকে ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল। ছয় মাস সংস্কারের জন্য বন্ধ রাখার পর গত সপ্তাহে জনসাধারণের জন্য সেতুটি আবার খুলে দেওয়া হয়।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।