ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বাংলানিউজের ইসলামি সেমিনার শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
বাংলানিউজের ইসলামি সেমিনার শুরু ছবি: দীপু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলানিউজের ইসলাম বিভাগের আয়োজনে ‘ডিজিটাল মিডিয়ায় প্রিয় নবী (সা.)-এর মূল্যবোধ চর্চা’ বিষয়ক সেমিনার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) কনফারেন্স রুমে শুরু হয়েছে।
 
শনিবার (০২ জানুয়ারি) বেলা ১১টায় ইডব্লিউএমজিএল কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে অংশ নিচ্ছেন দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, খ্যাতিমান লেখক ও ধর্মীয় গবেষকরা।



দক্ষিণবঙ্গ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর ও কলাম লেখক মওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, ইসলামি পত্রিকা পরিষদ ও সম্পাদক (মাসিক আদর্শ নারী) সভাপতি মুফতি আবুল হাসান শামসাবাদী, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল শরিয়া রিসার্স একাডেমির (ইসরা) মুফতি ইউসুফ সুলতান সেমিনারে অংশ নিতে উপস্থিত হয়েছেন।

আরও রয়েছেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক মওলানা জিহির উদ্দিন বাবর, প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের সম্পাদক মওলানা মিরাজ রহমান, জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার প্রিন্সিপাল মওলানা নুরুল ইসলাম ইসহাকি, ইসলামি লেখক ও গবেষক মুফতি মাহফূযুল হক, তরুণ আলেম ও লেখক মওলানা আতাউর রহমান খসরু, টঙ্গীর জামিয়া নুরিয়ার মুহাদ্দিস মওলানা রিয়াদুল ইসলাম মল্লিক, দৈনিক আমাদের অর্থনীতির ধর্ম বিভাগের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, মওলানা মুফতি ইউসুফ, তানজিল আমির।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মওলানা মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক মুফতি ড. গোলাম রব্বানী, বসুন্ধরা ইসলামি রিসার্স সেন্টারের সহকারী মুফতি শরিফুল আজম, খুলনা দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা এমদাদুল্লাহ কাসেমি, মাল্টিমিডিয়া লিমিটেডের রাহাবার ও চেয়ারম্যান হাফেজ মুফতি সাইফুল ইসলাম, মাসিক আদর্শ নারী পত্রিকার সহকারী সম্পাদক মওলানা মুনীরুল ইসলাম, মাসিক আল আশরাফ পত্রিকার মওলানা ইমরান সরদার, নুরবিডি ডটকমের সৈয়দ শামসুল হুদা অংশ নেবেন।   

সেমিনারে আরও উপস্থিত আছেন বাংলানিউজের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার এবং হেড অব নিউজ মাহমুদ মেনন।
 
বিশ্ববাসীর জন্য শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ রেখে গেছেন ও পবিত্র কোরআনে কারিম মানুষকে কোন পথে চলতে বলে- এসব বিষয়ে সেমিনারে আলোচনা হবে।

ইসলাম প্রচারে আধুনিক তথা ডিজিটাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে দায়বদ্ধতা, করণীয়, কৌশল ও প্রচেষ্টার এই নবতর চ্যালেঞ্জ নিয়ে পাঠক আপনিও পাঠাতে পারেন মতামত।

বাংলানিউজের কনসাল্টেন্ট এডিটর জুয়েল মাজহার ও হেড অব নিউজ মাহমুদ মেনন এসময় উপস্থিত ছিলেন।

বাংলানিউজের ইসলাম বিভাগের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ সেমিনার পরিচালনা করছেন।

সেই সঙ্গে করতে পারেন সেমিনারের আলোচকদের কাছে প্রশ্ন। প্রশ্ন পাঠাতে bn24.islam@gmail.com –এই ঠিকানায় ই-মেইল করুন।
 
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এমআইএইচ/এমএন/এএ

** ডিজিটাল মিডিয়ায় প্রিয় নবী (সা.)-এর মূল্যবোধ চর্চা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।