ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

জাপার নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্তর সাক্ষাৎকার ১৩ থেকে ১৬ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুন ৮, ২০১৬
জাপার নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্তর সাক্ষাৎকার ১৩ থেকে ১৬ জুন

ঢাকা: কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের সাক্ষাৎকার ১৩ থেকে ১৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির (জাপা) অষ্টম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাক্ষাৎকার গ্রহণ করবেন।


 
বুধবার (০৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সকাল ১০টা থেকে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
 
১৩ জুন খুলনা ও রংপুর বিভাগের আবেদনকারীদের সাক্ষাৎকার। ১৪ জুন রাজশাহী ও বরিশাল বিভাগের সাক্ষাৎকার। ১৫ জুন সিলেট ও চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার, ১৬ জুন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। জাতীয় পার্টির বিগত কমিটিতে যারা অন্তর্ভুক্ত ছিলেন তাদের সাক্ষাৎকারের প্রয়োজন হবে না।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এসআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।