শনিবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়।
লিয়াজোঁ কমিটিতে জাতীয় পার্টি থেকে রয়েছেন- প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, আবু হোসেন বাবলা এমপি, আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, এস.এম. ফয়সল চিশতী, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মেজর (অব.) খালেদ আখতার (অব.)।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে- মওলানা এম.এ. মতিন, মওলানা স.উ.ম. আব্দুস সামাদ, অধ্যাপক এম.এ. মোমেন, মাওঃ আ.ন.ম. মাসউদ হোসাইন আল ক্বাদেরী, মওলানা মোহাম্মদ আব্দুল মতিন।
জাতীয় ইসলামি মহাজোট থেকে- আলহাজ্ব আবু নাছের ওহেদ ফারুক, হাফেজ মওলানা আব্দুল লতিফ চৌধুরী, ক্বারী মওলানা আসাদুজ্জামান, মুফতি মহিবুল্লাহ, বঙ্গদ্বীপ এম.এ. ভাসানী।
বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) থেকে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান, মোঃ আখতার হোসেন ও এ.আর.এম. জাফর বিল্লাহ চৌধুরী।
জোটের প্রথম সভা আগামী ১৫ মে ২০১৭ সকাল ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জোটের প্রধান মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
গত ৭ মে জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বে ৫৮টি দল মিলে নতুন রাজনৈতিক জোট 'সম্মিলিত জাতীয় জোট' আত্মপ্রকাশ করে। মোট ৫৮টি দল দিয়ে গঠিত এ জোটে জাতীয় পার্টি ছাড়া আর মাত্র দুটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসআই/জেডএম