ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

সম্প্রীতির মাধ্যমে দেশ গঠনের আহ্বান

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
সম্প্রীতির মাধ্যমে দেশ গঠনের আহ্বান

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এ সময় তিনি সম্প্রীতির মাধ্যমে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ অনন্য ও দৃষ্টান্তমূলক দেশ।

এদেশে জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সব নাগরিক অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ধর্মীয় উৎসব পালন করে আসছে।

জাতি হিসেবে আমরা এজন্য গর্বিত। ‘ধর্ম যার যার, উৎসব সবার’-বাংলাদেশে এ চেতনাকে ধারণ করে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে সুদীর্ঘকাল থেকে। অসাম্প্রদায়িক চেতনাই আমাদের অগ্রযাত্রা ও উন্নয়নের মূল সোপান।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।