রোববার (১৪ জুলাই) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, রোববার বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসিজিদে সাবেক সেনাপ্রধানের জানাজা হবে।
জাপা মহাসচিব রাঙ্গা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায়; জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। আর ওইদিন বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে এরশাদের মরদেহ। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
পড়ুন>>এরশাদের মরদেহ রংপুরে নেওয়া হবে মঙ্গলবার
আর সোমবার বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা হবে। পরে রাতে সিএমএইচের হিমঘরে রাখা হবে তার মরদেহ।
এদিকে নিজ নির্বাচনী এলাকা রংপুরে এইচ এম এরশাদের মরদেহ নেওয়া হবে মঙ্গলবার (১৬ জুলাই)। মশিউর রহমান রাঙ্গা বলেন, ওইদিন সকাল ১০টায় হেলিকপ্টারে করে প্রয়াত পার্টি প্রধানের মরদেহ রংপুরে নেওয়া হবে। রংপুর জিলা স্কুল মাঠে/ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা হবে।
ওই বিকেলে হেলিকপ্টারে মরদেহ ঢাকায় এনে সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান দলটির এই নেতা।
এদিকে এরশাদের মৃত্যুর খবর পেয়ে সিএমএইচে ছুটে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসই/এসএমএকে/এমএ