ঢাকা: হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ডাদেশে সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। এ রায় বিপথগামী তরুণদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন তিনি।
(বুধবার ২৭ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
জিএম কাদের বলেন, সাড়ে ৩ বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে পৈশাচিক হামলায় ব্যাপকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
এ মামলার রায়ে সেই ভাবমূর্তি অনেকাংশেই পুনরুদ্ধার হবে। বাংলাদেশ ও এ দেশের সাধারণ মানুষ কখনোই জঙ্গিবাদে বিশ্বাস করে না। ফলে কখনোই জঙ্গিবাদ এ দেশে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।
কাদের আরও বলেন, এই রায়ে আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে। এবং এ রায় বিপথগামী তরুণদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহায়ক হবে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএমএকে/এইচজে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।