গভীর রাত। রেহান স্বপ্ন দেখছে কে যেন ওকে ডাকছে।
একদিন রাত তখন ১২টা। একটি পারিবারিক অনুষ্ঠান শেষে রেহান ফিরছিলো বন্ধুর বাসা থেকে। পথে হঠাৎ সাদা কি যেন একটা দেখতে পেল। একটু চমকে উঠলো রেহান। তবু প্রায় মানুষহীন রাস্তায় সাহস করে এগুলো।
এগিয়ে দেখলো সাদা জিনিসটা আসলে সাদা কাপড় পরা এক নারী। চুলগুলো শঙ্খুনির মতো কোঁকড়া। ছড়িয়ে আছে। চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। রেহান মনে করল একটা মানুষ ছাড়া আর কিছুই নয়। চলে গেল কোনো গুরুত্ব না দিয়ে।
সেই রাতের কথা। রেহান স্বপ্ন দেখছে... একটা ঘর সে একা একা টিভি দেখছে। একটা মিউজিক হচ্ছে খুব ভয়ংকর। ভয় পেয়ে খুব চিল্লাতে লাগলো রেহান। কিন্তু কেউ ওর কথা শুনছে না। তারপর দেখলো তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করতেই দেখতে পেলো এ সেই মেয়েটা যাকে রাস্তায় দেখেছিলো।
পরের দিন ভয়ে রেহানের মরার মতো অবস্থা হলো। হাত পা নাড়াতে পারছে না। পরিবারের সবাই খুব চিন্তিত। ডাক্তার কবিরাজ ডাকা হলো। জানাজানি হয়ে গেলো পুরো গ্রাম।
পরে জানা গেলো রেহানের দেখা মেয়েটি ছিল একটি ভূত। আর রেহানের শেষ পর্যন্ত কি হলো? এর রহস্যটা অজানাই থাক!
লেখক: রাফিন রাইদ, তৃতীয় শ্রেণি, জসীম উদ্দীন ইন্সটিটিউট স্কুল অ্যান্ড কলেজ
বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৩
এএ/আরকে-ichchheghuri@banglanews24.com