ঢাকা: শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর ৫০তম জন্মদিন উদযাপিত হয়েছে। দেশের বিশিষ্ট এই লেখকের লেখা সম্প্রতি গ্রিস ও ফিলিপাইনের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার সন্ধ্যায় বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারুক হোসেন ও সভাপতিত্ব করেন ড. শফিউদ্দিন আহমেদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলী ইমাম, শাহাবুদ্দিন নাগরী, আলম তালুকদার, হাসান হাফিজ, বিপ্রদাশ বড়ুয়া, মোকারম হোসেন, আন্দালিব রাশদী, আসলাম সানী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন হুমায়ূন কবীর ঢালীর স্বজন ও বন্ধুরা।
অনুষ্ঠানে ‘হুমায়ূন কবীর ঢালী ফিফটি ডট কম’ নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। হুমায়ূন কবীর ঢালীকে শুভেচ্ছা জানিয়ে এ গ্রন্থে লিখেছেন, ভারতের প্রখ্যাত লেখক ও মানবতাকর্মী মহাশ্বেতা দেবী, পবিত্র সরকার, নির্মলেন্দু গুণ, হাশেম খান, বিপ্রদাশ বড়ুয়া, ফারুক নওয়াজ, জগলুল হায়দার সহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এমএনএনকে/এএ/জেসিকে