ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশের পাঠশালা সিরিজ

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৪
বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশের পাঠশালা সিরিজ

এবারের একুশে বইমেলায় ছোটদের জন্য ইত্যাদি গ্রন্থ প্রকাশের বিশেষ আয়োজন পাঠশালা সিরিজ। শিশু-কিশোরদের জন্য বইমেলায় প্রথম উদ্যোগেই প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি চমৎকার বই।



আকর্ষণীয় প্রচ্ছদ ও ছবিসমৃদ্ধ বইগুলো নজর কেড়েছে খুদে পাঠকদের।

শিশুদের বয়স অনুযায়ী ভাগ করা হয়েছে প্রতিটি বই, সঙ্গে সচিত্রকরণ। শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে সহায়তা করে এমন বিষয় নির্বাচন করা হয়েছে বইগুলোর।

পাঠকদের সুবিধার্থে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে এবারের মেলায় প্রকাশিত পাঠশালা সিরিজের বইগুলোর একটি তালিকা দেওয়া হলো:

রফিকুর রশীদ    শান্তামনির আঁকাআঁকি    ৮০/-
রফিকুর রশীদ    মুজিবনগরের গল্প    ১০০/-
ধ্রব এষ    সবুজ পণ্ডিত     ১২০/-
দীপু মাহমুদ    রণপরি    ১০০/-
কুমার প্রীতীশ বল    এক বিকেলে এক প্রজাপতি    ৮০/-
মোজাম্মেল হক নিয়োগী    এক শিয়ালের কা-    ৭০/-
মোজাম্মেল হক নিয়োগী    কচ্ছপ ও খরগোশের কাহিনী    ৬০/-
আহমেদ রিয়াজ    ডানাওলা জিলিপি    ৬০/-
আহমেদ রিয়াজ    কাঠবিড়ালি আর ইঁদুর    ৬০/-
আহমেদ রিয়াজ    নেবু পাতার টুনটুনি    ৬০/-
আহমেদ রিয়াজ    হাঁস রে হাঁস    ৬০/-
আহমেদ রিয়াজ    দুই জাম ভাই    ৬০/-
আহমেদ রিয়াজ    শরৎরানী ও শামুক মেঘেরা    ৬০/-
আহমেদ রিয়াজ    দুইটা গরু একটা মোটা একটা সরু    ৬০/-
আহমেদ রিয়াজ    উড়ালপাতা    ৬০/-
আহমেদ রিয়াজ    ইচিং বিচিং লাজুক পাতা    ৬০/-
আহমেদ রিয়াজ    মেঘের হাতি    ৬০/-
রব্বানী চৌধুরী    ফড়িং নাচে সোনার খাটে    ৮০/-
রব্বানী চৌধুরী    পাকা ধানের গুলিস্তান    ৮০/-
রব্বানী চৌধুরী    ধানসবুজে পানসবুজে    ৮০/-
রব্বানী চৌধুরী    রাজার বুদ্ধি পাঁচসিকা    ৮০/-
রব্বানী চৌধুরী    রাঙামাটির ছড়া    ৮০/-
রব্বানী চৌধুরী    ভ তে ভষা বাংলাভাষা    ৮০/-
রব্বানী চৌধুরী    সুন্দরবনের ছড়া    ৮০/-
রব্বানী চৌধুরী    বিরাশি ১০ আনা    ৮০/-
বদরু মোহাম্মদ খালেকুজ্জামান    ডাইনি বুড়ি বাবা ইয়াগা (রাশিয়ার রূপকথা) ৬০/-
স. ম. শামসুল আলম    লিজার বাগান বাড়ি    ৬০/-
মোহাম্মদ আজম হীরা    মানুষের দেশে পরী    ৮০/-
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী    শিয়ালের গল্প    ৮০/-
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী    টুনটুনি আর রাজার গল্প    ৬০/-
স. ম. শামসুল আলম    বাবার কবর    ৭০/-

বইমেলা ও ভাষার মাস নিয়ে ইচ্ছেঘুড়িতে লেখা, তথ্য পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।