ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জন্মদিনে শুভেচ্ছা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খোকা। আমাদের অতি পরিচিত এক মহান মানবের ডাকনাম।

সেই মানুষটি কে বলতে পারবে?

ঠিক আছে। না পারলেও অসুবিধা নেই। এই মানুষটি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়েরা খাতুন। বাবা আদর করে শেখ মুজিবের ডাকনাম রেখেছিলেন খোকা।

ছোটবেলা থেকেই দুঃখী মানুষের আপনজন হয়ে উঠেছিলেন আমাদের বঙ্গবন্ধু। তিনি ছিলেন মানবিক, সৎ ও বন্ধুবৎসল। স্কুলের বাইরেও অনেক বন্ধু ছিল তার।

গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াতেন শেখ মুজিব। ছোটবেলায় তাকে বর্ষাকালে স্কুলে যাওয়ার জন্য একটা ছাতা কিনে দিয়েছিলেন তার বাবা। মুজিব সেই ছাতাটি তার এক বন্ধুকে দিয়ে দিয়েছিলেন, যার কোনো ছাতা ছিল না। আবার শীতকালে তাকে একটা চাদর দেওয়া হয়েছিল। সেই চাদরটি তিনি এক অসহায় বৃদ্ধাকে দিয়েছিলেন।

ছোট থেকেই এমন জনদরদি ছিলেন শেখ মুজিব।

১৯২৭ সালে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন শেখ মুজিবুর রহমান। এরপর পড়েছেন গোপালগঞ্জ পাবলিক স্কুল ও গোপালগঞ্জ মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে।

মিশন স্কুলে পড়ার সময় একবার সে স্কুল পরিদর্শনে এসেছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক ও পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সে সময়ে স্কুলের ছাদ সংস্কারের দাবি জানানোর জন্য বঙ্গবন্ধু একটি দল তৈরি করেন ও তার নেতৃত্ব দেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন শেখ মুজিব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

রাজনীতির বিভিন্ন ধাপ পেরিয়ে ১৯৪৮ সালে গঠন করেছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এরপর তিনি পূর্ব পাকিস্তানের একজন অন্যতম প্রধান ছাত্রনেতা হয়ে উঠেছিলেন।

পরবর্তীতে শেখ মুজিব পুরো জাতির কাছে মুক্তির দূত হয়ে ওঠেন। তার ডাকে, তার নেতৃত্বে ১৯৭১ সালের মার্চ মাসে স্বাধীনতার জন্যও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অসংখ্য বাঙালি। দীর্ঘ ন’মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা অর্জন করি বহুদিনের কাঙ্ক্ষিত স্বাধীনতা, যার স্বপ্ন অনেক আগেই হৃদয়ে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের স্বাধীনতা সংগ্রামের কাণ্ডারি ছিলেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল তরুণ সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে তাকে ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে।

আজ আমাদের সবার প্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ইচ্ছেঘুড়ির পক্ষ থেকে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।