ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মায়ের সাথে আড়ি ।। সুব্রত চৌধুরি

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ১১, ২০১৪
মায়ের সাথে আড়ি ।। সুব্রত চৌধুরি

ইচ্ছেটা খোকার ঘুড়ি হয়ে আকাশে ওড়ে ওই
মেঘাকাশে খুঁজছে সেটা, কী যেন পই পই,
মেঘবালিকার বাড়ি কোথা? কোথা যে তার বাস?
ইচ্ছে খোকার তারি সাথে থাকবে বারো মাস।

মেঘবালিকা মিষ্টি ভারি, রূপের নেইকো শেষ  
রূপকথারই রানী সে যে,কী যে দারুণ বেশ!
মেঘবালিকার ডানায় চড়ে আকাশ দেবে পাড়ি
থাকবেনা এই ধরাধামে,সবার সাথে আড়ি।



মা বকেছেন,তাই বলে কী,রাগ করা যায় বলো?
মাকে ছাড়া? ভাবতেই খোকার আঁখি ছল ছল,
ধ্যুততারি ছাই। ভাবছে কীসব? যত্তো আজে বাজে
মায়ের সাথে আড়ি দেওয়া? খোকার কী আর সাজে? 

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।