ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুয়েত

কুয়েতে বাংলাদেশ হাউজে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
কুয়েতে বাংলাদেশ হাউজে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কুয়েত প্রবাসী কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিনের বাসভবন ‘বাংলাদেশ হাউজে’ অনুষ্ঠিত কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়।

প্রবাসী কবি ও সাহিত্যিক রফিকুল ইসলাম ভুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আব্দুল লতিফ খান, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ব্যবসায়ী শহীদ ইসলাম পাপুল, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী খন্দকার আব্দুল হান্নান, মোয়েজ উদ্দিন আহম্মেদ, শিক্ষানুরাগী হাজি জোবায়ের আহম্মেদ, সংগঠক আতাউল গণি মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ