ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুয়েত

কুয়েত থেকে জাহিদুর রহমান

কুয়েতের বাতাসে ধ্বনিত হয় বাংলা

জাহিদুর রহমান,স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
কুয়েতের বাতাসে ধ্বনিত হয় বাংলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়েত থেকে: ‘আসসালামু আলাইকুম। কুয়েত রেডিও বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।

’ আরবের বাতাসে ভেসে আসা এই শব্দগুলো শুনতে কান পেতে থাকেন এখানকার প্রবাসীরা।

বলছি কুয়েত রেডিও বাংলা সার্ভিসের কথা। যেখানে সবাই কথা বলেন বাংলাতে। তুলে ধরা হয় দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি। আর এই রেডিও’র মাধ্যমেই কুয়েতের বাতাসে ছড়িয়ে পড়ে প্রবাসীদের নানা অর্জন আর সাফল্যের কথা।

গত বছরের নববর্ষে যাত্রা শুরু হয় এই রেডিও’র। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব্ উদ্দিনের আন্তরিক আগ্রহ আর অদম্য চেষ্টায় কুয়েতের বাতাসে এখন ভেসে বেড়ায় বাংলা শব্দ মালা। যা দূতাবাসের সাথে প্রবাসীদের সম্পর্কের ভিত্তিকে আরো ঘনিষ্ঠ করেছে। এ ছাড়াও যে কোন এমআরপি, কুয়েতের আইন কানুন, দূতাবাসের যাবতীয় নির্দেশনাবলী সবই মুহূর্তেই দ্রুত গতিতে পৌঁছে যায় প্রবাসীদের কাছে।

রেডিও’তে প্রচার হচ্ছে শ্রোতাদের অনুরোধের গানসহ নানা অনুষ্ঠানের।

রেডিও’র উদ্যোক্তা মেজর জেনারেল আসহাব্ উদ্দিন বাংলানিউজকে জানান, ইচ্ছে ছিলো প্রবাসীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখাসহ দূতাবাসের নানা বার্তা দ্রুত মানুষকে পৌঁছে দেয়া। কিন্তু এর মাধ্যম হিসেবে রেডিও ছাড়া আর কোন বিকল্প ছিলো না।

আমি এ জন্যে কুয়েতের মহামহিম আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ্, ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহ্, প্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারক আল হামাম আল সাবাহ্ এবং তথ্যমন্ত্রী শেখ সালমান আল-হামুদ সালেম আল-সাবাহের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

কৃতজ্ঞতা রয়েছে বাংলাদেশে কমিউনিটির কাছেও। এই রেডিও প্রবাসে আমাদের সম্মান আর মর্যাদাকে অক্ষুন্ন রাখবে।

রেডিওটির প্রধান অনুষ্ঠান সমন্বয়ক সাদিকা ইয়াসমিন রচনা বাংলানিউজকে জানান, মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব্ উদ্দিনের একান্ত নিষ্ঠা আর আন্তরিকতায় কুয়েতের আকাশে বাতাসে ধ্বনিত হয় বাংলা অনুষ্ঠান। আমরা গর্বের সাথে তুলে ধরতে পারছি প্রবাসীদের উজ্জল ভাবমূর্তি আর দেশের কৃষ্টি সংস্কৃতিকে। দিনটি ছিলো ১৮ এপ্রিল। পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে রাষ্ট্রদূতের কণ্ঠে যখন ধ্বনিত হলো,‘আমি কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি’-তখন আনন্দ আর উত্তেজনার আবেগে ভেসেছেন এখানকার প্রবাসীরা।

রেডিও অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে প্রবাসীরা বের করেছেন ‘সীমানা পেরিয়ে...’ নামের একটি ম্যাগাজিনের।

ম্যাগাজিনটির সম্পাদক মাসুক ঠাকুর বাংলানিউজকে জানান, প্রবাসী আতাউল গণি মামুন ভাইয়ের লজিস্টিক সাপোর্ট আর আমার কারিগরি সহায়তায় যাত্রা শুরু করে এই রেডিও’র।

এই ইতিহাসের অংশীদার হতে পেরে আমরা নিজেকে ভাগ্যবান মনে করি। যোগ করেন মাসুক ঠাকুর।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরআই

** কুয়েতের ডাক্তার আপা
** ‘জীবন যুদ্ধ কইত্যে কইত্যে একটা জায়গায় পৌঁছাইছি’
** কুয়েতে তথ্য প্রযুক্তি খাতে সেনা পাঠাচ্ছে বাংলাদেশ
** আইনে নেই, তবুও বেআইনি চর্চা
** পরিবেশ পেলে বিনিয়োগ যাবে কুয়েত থেকে
** কুয়েতের জন্যে বাংলাদেশের আত্মত্যাগ
** কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ
**  কুয়েতে বাংলাদেশের ‘প্রিন্স’ সহিদ
** হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন প্রবাসীর
** অলিদের বঞ্চনা দেখার কেউ নেই
** শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা
** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ