ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

খোকনের মামলা স্থগিত আছে হাইকোর্টে, পরোয়ানা হচ্ছে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
খোকনের মামলা স্থগিত আছে হাইকোর্টে, পরোয়ানা হচ্ছে না ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নামে গাড়ি ভাঙচুর, ট্রাফিক বক্সে হামলাসহ নাশকতার অভিযোগে রমনা থানায় করা মামলা হাইকোর্টে স্থগিত আছে মর্মে আদেশ দাখিল করেছেন তার আইনজীবী।  তাই মৌখিকভাবে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিলেও তা স্থগিত থাকছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন মাহবুব উদ্দিন খোকনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

তিনি জানান, স্থগিতাদেশের অনলাইন কপি ও আইনজীবীর সনদ দাখিল করা হয়েছে।
 
এদিন এ মামলার ধার্য তারিখ ছিল। জামিনে থাকা আসামিদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাসসহ বেশ কয়েকজন আদালতে হাজিরা দেন। তবে সাইফুল ইসলাম নীরবসহ বেশ কয়েকজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারির কথা জানানো হয়েছিল আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজার বিশেষ আদালতে দুর্নীতি মামলার রায় উপলক্ষে হাজিরা দিতে যাওয়ার সময় বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করেন।

এ ঘটনায় পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে ও ট্রাফিক বক্স ভাঙচুর করেন তারা। এতে কতিপয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এ ঘটনায় ওইদিন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম খায়রুল বাশার বাদী হয়ে ১৮০ জনের নামোল্লেখ করে মামলা করেন।

আরও পড়ুন>>ব্যারিস্টার খোকনসহ ৩৪ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।