ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাঠানো সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও সাবেক জেলা জজ মোতাহার হোসেনকে দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এক রিট আবেদনের শুনানি নিয়ে ২০১৬ সালের ৫ মে ওই সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। আপিলের পর ওই রায় বহাল রেখে ২০১৭ সালের ৩ জুলাই রায় দেন আপিল বিভাগ। প্রায় মাস খানেক পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ওই রায়ের পর্যবেক্ষণ নিয়ে ক্ষমতাসীনদের তুমুল সমালোচনার মুখে পড়েন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়।
এদিকে দুদকের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ২০১৩ সালের ১৭ নভেম্বর বেকসুর খালাস দিয়েছিলেন বিচারক মোতাহার হোসেন। রায় নিয়ে সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। ওই বছরের ৩০ ডিসেম্বরে অবসরে যান তিনি। এরপর ২০১৪ সালের ৮ জানুয়ারি গোপনে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন ওই বিচারক। পরে দুদক এ বিচারকের বিরুদ্ধে মামলা করে।
বিচারপতি এস কে সিনহার বিষয়ে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, তাকে পদত্যাগ করিয়ে ক্ষান্ত হয়নি। মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। দেশের প্রধান বিচারপতি রিফিউজি হিসেবে কানাডায় আছে। এ ব্যাপারে কারা কারা জড়িত ছিল, তৎকালীন রাষ্ট্রপতি, সরকারপ্রধান এবং অন্য যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। এস কে সিনহার সব মামলা প্রত্যাহার করা হোক। দাবি জানাচ্ছি। পাশাপাশি তাকে যেন দেশে ফিরিয়ে আনা হয়।
বিচারক মোতাহার হোসেনের বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, তারেক রহমানকে খালাস দিলেন। খালাস কেন দিল, দুদকও তাকে গ্রেপ্তার করতে চায়। পুলিশও তকে গ্রেপ্তার করতে চায়। সেই জেলা জজ বিদেশ চলে গেলেন। তার স্ত্রী মারা গেছে। সে দেশে আসতে পারেনি। এখনো সে বিদেশে আছে। তাকেও দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
ইএস/আরবি