ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

ফখরুল-আব্বাসের জামিন চেয়ে আবেদন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
ফখরুল-আব্বাসের জামিন চেয়ে আবেদন 

ঢাকা: রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতা মির্জা আব্বাসের জামিন জামিন চেয়ে আবেদন করা হয়েছে।  

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টা ১০ মিনিটে গোয়েন্দা পুলিশের একটি প্রিজন ভ্যানে তাদের আদালতে আনা হয়।  

এর আগে, বিকেল ৪টার দিকে পুলিশ প্রহরায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বহনকারী একটি গাড়ি আদালতের উদ্দেশে বেরিয়ে যায়। ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পরদিন ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় দায়ের হওয়া মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২

আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।