ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

মহেশখালীর শতবর্ষী পুকুর রক্ষার আবেদন নিষ্পত্তির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
মহেশখালীর শতবর্ষী পুকুর রক্ষার আবেদন নিষ্পত্তির নির্দেশ

ঢাকা: কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়ার ত্রিপুরা বাপের শত বছরের পুরনো পুকুর ভরাট বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে করা আবেদন নিষ্পত্তির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৩০ দিনের মধ্যে ওই আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে।



স্থানীয় এক বাসিন্দার করা রিটের শুনানি নিয়ে সোমবার (১৯ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবী রেজাউল করিম বলেন, মহেশখালীর হোয়ানক ইউনিয়নের শত বছরের পুরনো একটি পুকুর এলাকাবাসী দীর্ঘদিন ধরে তাদের নিত্য প্রয়োজনে ব্যবহার করে আসছে। সম্প্রতি কিছু লোক ওই পুকুর ভরাট করে স্থাপনা তৈরির চেষ্টা করছে। দর্শনীয় এই পুকুরটি যেন কেউ ভরাট করতে না পারে। সেজন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। ওই আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় পরে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

১৬ নভেম্বর স্থানীয় বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ আবু বকর শিবলী, শেখ মোহাম্মদ মহিউদ্দিন ০.৬২ একরের পুকুর ও জনগণের চলাচলের রাস্তা রক্ষা করতে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছিলেন। ওই আবেদনে সাড়া না পেয়ে ১৩ ডিসেম্বর মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমান হাইকোর্টে রিট দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।